স্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে আজ ১২ই জুন সোমবার, মোকাবেলা করে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ বনাম তাজপুর ডিগ্রী কলেজ।
খেলার প্রথম হাফে ২টি গোল করে এগিয়ে যায় ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ।রিপনের ১ম গোলে এগিয়ে যায় ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ। বিরতির পর আরও ২টি গোল করে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ। সব মিলিয়ে ৪টি গোল করে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ। ১টি গোল করে তাজপুর ডিগ্রী কলেজ।
খেলার ফলাফল ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ৪-১ গোল তাজপুর ডিগ্রী কলেজ।ভেন্যু সিলেট জেলা স্টেডিয়াম।
গত খেলায় ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ মোকাবেলা করেছিলো বালাগঞ্জের কলেজের সাথে। গোল শূন্য থাকায় ট্রাইবেকারের মাধ্যেমে জয়লাভ করেছিলো ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ।
আজকের খেলা শেষ হওয়ার আগে, নিজেদের জয় নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ।
ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের টিম ম্যানেজার রেজান আহমদ শাহ টাইমস অফ সিলেটকে জানান, “ টিমের আত্মবিশ্বাস ছিলো জয়লাভ করবে আজকের খেলায়। প্রত্যেক খেলোয়াড় নিজেদের সেরা দিয়েছেন জয়ের জন্য।”
সেমিফাইনাল অর্থাৎ আগামী খেলায় জয়লাভ করে, ফাইনালে যাওয়ার প্রত্যাশা রাখছি, বলে জানান উক্ত দলের টিম ম্যানেজার।
Leave a Reply