
ছবি- ইএসপিএন
অনলাইন ডেস্কঃ
বিশ্বকাপ ক্রিকেট কোয়ালিফাই ২০২৩ এর আজকের খেলায় শ্রীলঙ্কার মোকাবেলা করে ইউনাইটেড আরব আমিরাত। টসে জয়লাভ করে বোলিং এর সিদ্ধান্ত নেয় ইউনাইটেড আরব আমিরাত।
আরব আমিরাত এর আমন্ত্রণে প্রথমে ব্যাট করতে আসে শ্রীলঙ্কা। পাথুন নিসানকা ৭৬বলে ৫৭রান করে,
বাসিল হামিদের বলের বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। কারুনারান্তে ৫৪বলে ৫২ রান, কুশাল মেন্ডিস ৬৩বলে ৭৮রান, সামারাউইকরামা ৬৪বলে ৭৩ রান করেন৷ এছাড়া আসালানকা ২৩বলে ৪৮রান করে অপরাজিত রয়েছেন।

ছবি- ইএসপিএন
৫০ওভারে ৬উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৫৫রান।
৩৫৬রানের টার্গেটে ব্যাট করতে আসে আরব আমিরাত।
মোহাম্মদ ওয়াসিম ৪৮বলে ৩৯ রান ও ভ্রিত্তিয়া আরভিন্দ ৫৫বলে ৩৯রান করেন।
তবে, শ্রীলঙ্কার দেওয়া ৩৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ধরাশায়ী হয় আমিরাত।

ছবি- ইএসপিএন
৩৯ওভারে ১০উইকেটে ১৮০ রান সংগ্রহ করে আমিরাত।
৮ওভারে ২৪ রান দিয়ে ৬উইকেটের মালিক হোন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ছবি- ইএসপিএন
আরব আমিরাত এর বিপক্ষে বিশাল ব্যবধানে জয়লাভ করে শ্রীলঙ্কা।
ভেন্যু কুইন্স স্পোর্টস ক্লাব, বোলাওয়েও।
Leave a Reply