অনলাইন ডেস্কঃ
২৮শে জুন সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহার পালিত হচ্ছে। বাংলাদেশে আগামীকাল ২৯শে জুন বৃহস্পতিবার ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
তবে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহার নামাজ পড়েছেন মৌলভীবাজার এর সার্কিট হাউস এলাকার মুসল্লীরা।
আহমেদ শাবিস্থা নামক বাসার ছাদে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এই নামাজের ইমামতি করেছেন আব্দুল মাওফিক চৌধুরী।
ইমাম আব্দুল মাওফিক চৌধুরী বলেন, “প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখেই ঈদুল আজহা পালন হচ্ছে।”
আরও জানা যায়, দীর্ঘ ১যুগ এর বেশী সময় ধরে মৌলভীবাজারের সার্কিট হাউস এলাকায় ঈদুল আজহার জামায়াত হয়ে আসছে।
এতে শতাধিক মুসল্লী নারী পুরুষ উভয়ই অংশ নেন।নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাদের শান্তি কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply