অনলাইন ডেস্কঃ
মহান ত্যাগ ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আজহা। সিলেটসহ সারা দেশে উৎযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এবার পবিত্র ঈদুল আজহায় মহানগরসহ সিলেট জেলায় ছোট বড় ৩ হাজারের অধিক ঈদগাহ মসজিদে ঈদ এর জামাত অনুষ্ঠিত হবে।
প্রত্যেক বছরের মতো এবার সেই ধারাবাহিকতা বজায় রেখে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সিলেট মহানগরের শাহী ঈদগাহ ময়দানে। শাহী ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। নামাজের আগে বয়ান পেশ করবেন এবং ইমামতি করবেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।
জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ : সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সকাল ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদ এর ইমাম ও খতিব। তথ্যটি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক কার্যালয় এর সহকারী কমিশনার আহসানুল ইসলাম।
দরগাহে হযরত শাহ জালাল (রহ.) জামে মসজিদ: দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মুফতি মাওলানা আসজাদ হোসাইন।
কালেক্টরেট জামে মসজিদ : সিলেট মহানগরের বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। নামাজের আগে বয়ান পেশ করবেন, এরি সাথে নামাজে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহ আলম।
জজ কোট জামে মসজিদ: সিলেট জজ কোট জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ঃ৩০ মিনিটে। এবং একি সময়ে সিলেট রেজিস্ট্রারী মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ঃ৩০ মিনিটে।
সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ :আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন মাওলানা আব্দুস সালাম আল মাদানী ।
উল্লেখ্য, এই জামাতে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে।
কুদরত উল্লাহ জামে মসজিদ :প্রতিবছরের মতো এবারও বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আযহার আলাদাভাবে ৩টি জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, ২য় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ও ৩য় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে।
সিলাম শাহী ঈদগাহ: দক্ষিণ সুরমার শিলাম শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার ২টি জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাত ৭টায় ও ২য় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামাত দুটিতে যথাসময়ে উপস্থিত থাকতে ঈদগাহ কমিটির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
Leave a Reply