1. mdkaif01133@gmail.com : md :
  2. ripon5877@gmail.com : Jahidur Rahman Ripon : Jahidur Rahman Ripon
  3. samihayder918@gmail.com : Sami Hayder : Sami Hayder
  4. ishtiakzindani@gmail.com : Ishtiak Zindani Rishat : Ishtiak Zindani Rishat
  5. shishirrhs0@gmail.com : Rabbi Shishir : Rabbi Shishir

রাজধানীতে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুর প্রকোপ,ছুটি বাতিল করলো ডিএনসিসি।

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই 3, 2023

অনলাইন ডেস্কঃ

রাজধানীতে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুর প্রকোপ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর আওতাধীন এলাকায় জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার স্বার্থে ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগ ও শাখাগুলোর সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীসহ মাস্টাররোল শ্রমিকদের ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে।

সোমবার ৩ জুলাই এক জরুরি সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়ছে।

এই বিষয়ে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম গণমাধ্যমে বলেন, “বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ডেঙ্গু যাতে কোনোভাবে শহরে ছড়িয়ে না পড়ে, সেইজন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি। জমে থাকা পানিতে এডিসের জন্ম হয়। বাসার ভেতরে, ছাদে এবং বারান্দায় কোথাও কোনো পাত্রে যেন পানি না জমে সেটি নিশ্চিত করতে হবে।”

মেয়র আতিক আরও বলেন, “টানা ভারী বৃষ্টির কারণে শহরে অনেক জায়গায় পানি জমে। দ্রুত সময়ে জলাবদ্ধতা নিরসন করে, জনগণকে স্বস্তি দিতে কর্মীদের সার্বক্ষণিক মাঠে থাকার নির্দেশ দিয়েছি। সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে। ”

নগরবাসীর প্রতি অনুরোধ পলিথিনসহ অন্যান্য জিনিসপত্র ড্রেনে ফেলবেন না। এগুলো ড্রেনে ফেলায় ব্লক হয়ে পানির প্রবাহে বাধা সৃষ্টি হয়। সবাই সচেতন হলে কাজটা আমাদের কর্মীদের জন্য সহজ হয়ে যায়, বলে জানান তিনি।

সূত্র- ঢাকা পোস্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো নিউজ