
স্টাফ রিপোর্টারঃ
মানিকোনা ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত, ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা ৪ জুন মঙ্গলবার বিকাল ৪টায় সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিকোনা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মানিকোনা ফুটবল একাদশ এর প্রতিপক্ষ ছিলো ইয়াং স্টার পীরেরচক, বিয়ানীবাজার।
দুই দলের ভালো ও বিদেশী খেলোয়াড়দের নিয়ে টিম গঠন করেছিলো। খেলা চলাকালীন সময় প্রথমার্ধের শুরুতে ১টি গোল করে মানিকোনা ফুটবল একাদশ। কিছুক্ষণ পরেই পালটা আক্রমণের মাধ্যমে ১টি গোল করে সমতায় চলে আসে ইয়াং স্টার পীরেরচক বিয়ানীবাজার।
খেলা চলাকালীন সময় গোল সমতায় থাকায় সরাসরি ট্রাইবেকারে মাধ্যমে বিজয়ী দল নির্ধারিত হয়।নির্ধারিত সময়ে মানিকোনা ফুটবল একাদশ ১-১ ইয়াং স্টার পীরেরচক বিয়ানীবাজার।
ফাইনাল খেলায় সভাপতি ছিলেন দিলাবর রহমান দিলাই, প্রধান অতিথি ছিলেন উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবজাল হোসেন।
আবজাল হোসেন টাইমস অফ সিলেট কে বলেন, “এরকম আয়োজন করায় সবাইকে ধন্যবাদ। একটি টুর্নামেন্ট বিনোদনের যায়গা। বিভিন্ন যায়গা থেকে দর্শকরা এসেছেনে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।”
ফাইনাল খেলার ১ম ও ২য় পুরুষ্কার দাতা ছিলেন মোহাম্মদ সুয়েব।
ফাইনাল খেলা দেখতে বিভিন্ন জায়গা থেকে হাজারো দর্শক মাঠে উপস্থিত ছিলেন। মাঠে ছিলো না দাঁড়াবার বিন্দুমাত্র জায়গায়। দিন দিন ফুটবল খেলা জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ফুটবল খেলা হলেই দর্শকেরা নানান যায়গা থেকে খেলা উপভোগ করতে আসেন।
উত্তেজনা পূর্ণ খেলায় আক্রমণ পালটা আক্রমণের মধ্যে খেলা চলছিলো। মাঠে কাঁদা থাকায় খেলোয়াড়দের অনেক পরিশ্রম ও শারিরীক শক্তি দিয়ে খেলতে হয়েছে।
ট্রাইবেকারের মাধ্যমে মানিকোনা ফুটবল একাদশ কে হারিয়ে জয়লাভ করে ইয়াং স্টার পীরেরচক বিয়ানীবাজার।
Leave a Reply