অনলাইন ডেস্কঃ
গত সোমবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামে একই পরিবারের দুই শিশু পুকুরে ডুবে নিহত হয়।দুই শিশু সম্পর্কে ছিলো ফুপু ও ভাইপো।
নিহতরা হচ্ছেন আরিফ মিয়া (৫) জহির মিয়ার ছেলে এবং আরিফের ফুফু কারিমা আক্তার (৭) নাজির মিয়ার মেয়ে।
স্থানীয় এবং পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, “সকালে আরিফ ও কারিমা খেলতে বের হয়েছিলো। পরে অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করেন। আশপাশের বাড়িঘরে সন্ধান করে না পেয়ে তারা বাড়ির পাশে পুকুরে নেমে তাদের সন্ধান করেন। একপর্যায়ে পুকুরে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়।”
স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা যায়, “পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র- জাগো নিউজ ২৪।
Leave a Reply