ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: আকষ্মিক বন্যার প্রতিরোধ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট ফেঞ্চুগঞ্জ উপজেলা টিম।
আকষ্মিক বন্যার প্রতিরোধ গড়ে তুলতে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলার রেড ক্রিসেন্টের জরুরী সেবা ও উদ্ধার দল গঠন করে উপজেলা নির্বাহী অফিসারের হাতে হস্তান্তর করেন বিভাগীয় প্রধান (জনসংযোগ ও পরিকল্পনা) শিশির আহমদ। উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ভুমি অফিসার।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা টিম আকষ্মিক বন্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের সমন্বয়ে কাজ করবে।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট ফেঞ্চুগঞ্জ উপজেলা দলের বিভাগীয় প্রধান (জনসংযোগ ও পরিকল্পনা) শিশির আহমদ এর নেতৃত্বে কাজ করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেঞ্চুগঞ্জ টিম।এই টিম প্রশিক্ষণ প্রাপ্ত সেচ্ছাসেবীদের নিয়ে গঠন করা হলো।উল্লেখ্য ০৮ জনের জরুরী এবং উদ্ধার দলকে ফেঞ্চুগঞ্জ উপজেলার যেকোনো জায়গায় ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন সহযোগিতা করবে।
Leave a Reply