সিলেট-৩ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের পক্ষ থেকে উত্তর কুশিয়ারা ইউনিয়নের কটালপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত টানা বৃষ্টিকে উপেক্ষা করে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা সংস্কার সংবলিত লিফলেট ও ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারপত্র বিতরণ করা হয়। এই কর্মসূচির আয়োজন করে উত্তর কুশিয়ারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এবং এতে সহযোগিতা করে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
বাজারে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব মোঃ আতিকুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল বলেন রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর ৩১ দফা সংস্কার বাস্তবায়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার প্রতীক ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে। এজন্য মানুষের ঘরে ঘরে ৩১ দফার লিফলেট ও ধানের শীষের লিফলেট পৌঁছে দিতে হবে এবং মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহার, সিনিয়র সহ সভাপতি ( ভারপ্রাপ্ত সভাপতি) মইন উদ্দিন। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ফখরুল ইসলাম পাপলু, নাইমুল করিম খসরু, এডভোকেট সৈয়দ রিয়াজ আহমদ, হোসেন আহমদ খান ইরন, সহ সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ, দিলাল আহমদ, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক হাকিম উদ্দিন কয়সর সহ সাংগঠনিক সম্পাদক মুস্তফা কামাল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সৈয়দ ওয়ালিদ আহমদ বিলাস, নুরুল ইসলাম রুহুল, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জুবেরুল ইসলাম জুলিয়ান, ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব মুসা রাজা, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরুল আমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদ,ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক টুটুল আহমদ, মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী রাসেল, উত্তর কুশিয়ারা ইউনিয়ন বি এন পি সহ সভাপতি ললা মিয়া, উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ, বিএনপি নেতা সুয়াইবুর রহমান কুটই, শহীদুল ইসলাম সুইট, লুতফুর রহমান খোকন, ঘিলাছড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রুমেল আহমদ,ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ আক্তার আক্তার হোসেন ময়না, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ওলিদ আহমদ সেন্টু, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শিপার আহমদ সহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply