ফেঞ্চুগঞ্জ যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫।
শনিবার (৮ নভেম্বর) স্থানীয় কাসিম আলী সরকারি মডেল উচ্চ সরকারি বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় ৭ম শ্রেণীর স্কুল ও মাদ্রাসা পর্যায়ের মোট ২৮৭ জন শিক্ষার্থীর মধ্যে ২১৯ জন অংশ নেয়। এর মধ্যে স্কুল পর্যায়ে ১৭টি ও মাদ্রাসা পর্যায়ে ৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
পরীক্ষা পরিদর্শনে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মনিরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ রঞ্জন দেবনাথ, সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফয়জুল ইসলাম মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমানসহ আরো অনেকে।
এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্র সচিব ও কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহাদুজ্জামান, সিলেট জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ লিটন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সভাপতি রাজু আহমেদ রাজা, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বদরুজ্জামান তানভীর, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মনসুর আলী, সহসভাপতি আতাউর রহমান চীনু, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, শাহজালাল সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রনব কুমার শাহা, প্রেসক্লাবের সহ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু, যুব সংঘের এনায়েত হোসেন রুহেল ও নাজমুল ইসলাম খান প্রমুখ।ফে
উল্লেখ্য: পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ফেঞ্চুগঞ্জ যুব সংঘ।
Leave a Reply