
ছবিগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ।
স্টাফ রিপোর্টারঃ
বিশ্বের জনপ্রিয় খেলা ফুটবল। ফুটবল ও মেসি একি সুতায় বাঁধা। মেসি যখন খেলেন, তখন লক্ষ কোটি চোখ মাঠের দিকে স্থির থাকে। গত ২০২২ সালের কাতার বিশ্বকাপে জয়লাভ করে, ৩টি বিশ্বকাপ জয়ের তকমা টা পেয়ে যায় লিওনেল স্কালোনির দল আর্জেন্টিনা।
সেই জয়ের মহানায়ক লিওনেল মেসি বলে বিশ্বাস করেন ভক্তরা। পায়ের জাদুতে দর্শক মাতাতে সব সময় মেসি প্রস্তুত।
ফুটবল অধ্যায়ে বিশ্বকাপ সহ পেয়েছেন অসংখ্য পুরুষ্কার ও সম্পদ। ভক্তরা চাচ্ছেন মেসি ২০২৬ বিশ্বকাপ খেলুক।
ভক্ত দের সেই স্বপ্নে বাঁধা হলেন স্বয়ং মেসি।বর্তমানে এশিয়া সফরে আছে আর্জেন্টিনা দল। মেসিও আছেন চীনে। সেখানে তিনি গণমাধ্যমে জানান ২০২৬ সালের বিশ্বকাপ অনিশ্চিত।
এই খবর শুনার পর থেকে ভক্তদের মন মলিন হয়ে যায়। ফুটবলের জাদুঘরের বিদায় বার্তা শুনে, মন খারাপ হওয়া টা স্বাভাবিক।
বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি গণমাধ্যমকে জানান, “আমি মনে করি মেসি খুব বিচক্ষণ। সে মিথ্যা কথা বলে না, এবং অযথা বাড়িয়ে কিছু বলে না। সে অবশ্যই দেখবে, সে আগামী বিশ্বকাপ খেলার অবস্থায় আছে কি না। সব কিছু দেখে শুনে আমরা সিদ্ধান্ত নিবো। সেটাই যুক্তিসঙ্গত হবে।”
তিনি আরও বলেন, “এখনও বিশ্বকাপের অনেক বাকি।আমাদেরকে অনেক কিছু করতে হবে। সুতরাং, এসব নিয়ে এখন ভেবে লাভ নেই। সিদ্ধান্ত টা মেসিই নিবে।সে যা বলেছে যুক্তিযুক্ত। আমাদের দেখতে হবে, সে কতটা খেলার অবস্থায় আছে। এবং সে খেলতে চায় কি না।”
এখন শুধু ভক্ত দের অপেক্ষার পালা, মেসির সিদ্ধান্ত কী হবে? প্রায় সকল ভক্তদের চাওয়া, মেসির বিদায়ের দিন তাড়াতাড়ি যাতে না আসুক।
তবে, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না।
Leave a Reply