1. mdkaif01133@gmail.com : md :
  2. ripon5877@gmail.com : Jahidur Rahman Ripon : Jahidur Rahman Ripon
  3. samihayder918@gmail.com : Sami Hayder : Sami Hayder
  4. ishtiakzindani@gmail.com : Ishtiak Zindani Rishat : Ishtiak Zindani Rishat
  5. shishirrhs0@gmail.com : Rabbi Shishir : Rabbi Shishir

বিশ্বকাপ কোয়ালিফাই খেলায় জিম্বাবুয়ের জয়।

Reporter Name
  • Update Time : রবিবার, জুন 18, 2023

ছবি- ইএসপিএন

অনলাইন ডেস্কঃ

বিশ্বকাপ ক্রিকেট কোয়ালিফাই এর খেলায় জিম্বাবুয়ের মোকাবেলা করে নেপাল।
টসে জয়লাভ করে বোলিং এর সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের আমন্ত্রণে ব্যাট করতে আসে নেপাল।

নেপাল এর  ৩১ ওভারের ৫ম বলে ১৭১ রানে ১ম উইকেট শিকার করে জিম্বাবুয়ে।
কুশাল ভুরতেল ও আসিফ শেখের বড় পার্টনারশিপের জন্য প্রথমে নেপালের ইনিংস টা এগিয়ে থাকে। কুশাল ভুরতেল  ৯৫বলে ৯৯ রান করেন৷ আসিফ শেখ ১০০বলে ৬৬রানের ইনিংস খেলেন।

ছবি- ইএসপিএন

মাসাকাজ্জার বলে বোল্ড আউট হয়ে, ১টি রানের জন্য সেঞ্চুরি করতে ব্যর্থ হয়েছেন কুশাল ভুরতেল।
৫০ ওভারে ৮ উইকেটে ২৯০রান সংগ্রহ করতে সক্ষম হয় নেপাল।

২৯১ রানের টার্গেটে মাঠে ব্যাট করতে নেমেছিলো জিম্বাবুয়ে।  ক্রেগ ইরভাইন ও সেন উইলিয়ামসের ঝড় ব্যাটিংয়ে কোনঠাসা হয়ে যায় নেপাল।

ছবি- ইএসপিএন

৪৪ওভারের ১ম বলে ২উইকেট হারিয়ে ২৯১ রানের টার্গেটে জয় করতে সক্ষম হয় জিম্বাবুয়ে।
ক্রেগ ইরভাইন অপরাজিত ১২৮বলে করেন ১২১ রান,সেন উইলিয়ামস অপরাজিত ৭০বলে ১০২ রান করেন। আজকের খেলার জয়ের নায়ক হোন তাঁরা।

জিম্বাবুয়ে বনাম নেপালের ক্রিকেট ওয়ার্ল্ডকাপ কোয়ালিফাই খেলা অনুষ্ঠিত হয়েছিলো হারারে স্পোর্টস ক্লাবের মাঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো নিউজ