অনলাইন ডেস্কঃ
রোববার (৯ জুলাই) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে ওজিএসবি সংগঠনটি। শনিবার ৮ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওজিএসবি।
অভিযোগ প্রমাণ হওয়ার আগেই শুধুমাত্র অভিযোগ এর ভিত্তিতে দুই জন চিকিৎসক কে গ্রেপ্তারসহ সারাদেশে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে এবার মাঠে নামবে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ(ওজিএসবি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “ওজিএসবি এবং সর্বস্তরের চিকিৎসকবৃন্দের ব্যানারে আগামীকাল ৯ জুলাই দুপুরে, সারাদেশের চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণের জন্যে ঢাকার সকল চিকিৎসকবৃন্দকে বিনীত অনুরোধ করা হচ্ছে যেন সবাই দুপুর ১২টা থেকে ১টার মধ্যে শহীদ মিনারের সামনে উপস্থিত থাকেন।”
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, “আমাদের এই প্রতিবাদ বাংলাদেশের সর্বস্তরের চিকিৎসকবৃন্দের জন্য। শুধু শহীদ মিনার নয়, সারা বাংলাদেশে একই সময়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের জন্য অনুরোধ জানাচ্ছি।”
‘ভুল চিকিৎসায়’ রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার চিকিৎসক ডা. শাহজাদী এবং ডা. মুনার মুক্তির দাবি জানিয়েছে ওজিএসবি।
একইসঙ্গে অভিযোগ প্রমাণ হওয়ার আগেই শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তারের নিন্দা জানায়, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)।
সূত্র- ঢাকা পোস্ট।
Leave a Reply