
ছবি- সংগৃহীত।
অনলাইন ডেস্কঃ
আগামী ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফুলছড়ি ও বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার ১৫ জুলাই বাপাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়ার দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্যটি জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, “ব্রহ্মপুত্র ও যমুনায় পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পরিস্থিতি স্থিতিশীল থাকলেও ফুলছড়ি ও বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”
দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টায়, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি হ্রাস পেতে পারে। এরি সাথে আগামী ২৪ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এবং কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে, বলে জানায় আবহাওয়া সংস্থা।
সূত্র- ঢাকা পোস্ট।
Leave a Reply