
ছবিগুলো – সংগৃহীত
অনলাইন ডেস্কঃ
শনিবার ১৫ জুলাই রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ী সম্মেলন” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী দিনে ব্যবসায়ীদের সামনে নানান চ্যালেঞ্জ আসতে পারে। সেইজন্য, সব রকমের চ্যালেঞ্জ মোকাবিলা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সরকার সবসময় ব্যবসায়ীদের পাশে আছে বলে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগ সরকার ব্যবসায়ীদের সবধরনের সুযোগ সুবিধা দিয়েছে।আমরা সবসময় আপনাদের সহায়তা করে যাবো।এখানে কোনো ‘হাওয়া ভবন-খাওয়া ভবন’ থাকবে না।সরকার দল মত নির্বিশেষে ব্যবসার ক্ষেত্রে সবার জন্য সুবিধা দিচ্ছে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, “আমাদের সামনে চতুর্থ শিল্প বিপ্লব। সেখানে বেশির ভাগ দক্ষ জনগোষ্ঠী প্রয়োজন পড়বে।দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার জন্য ইতিমধ্যে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।
ইনকিউবেটর সেন্টার তৈরি করে কম্পিউটার ট্রেনিং দেওয়া শুরু করেছি। তাছাড়া স্কুল লেভেল থেকে কম্পিউটার ল্যাব করে দিচ্ছি, সেখানে ট্রেনিং দিচ্ছি। পাশাপাশি ন্যানো টেকনোলজির জন্য একটি আইনও করে দিয়েছি।”
ন্যানো টেকনোলজির ইনস্টিটিউট গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি। আইন ইতিমধ্যে কেবিনেট অনুমোদন দিয়েছি। দ্রুতই আইন পার্লামেন্টে পাস করে দেব। চতুর্থ শিল্প বিপ্লবের উপযুক্ত স্মার্ট জনগোষ্ঠী গড়ে ওঠে সে জন্য এসব পদক্ষেপ আমরা নিয়েছি বলে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Leave a Reply