অনলাইন ডেস্কঃ
রোববার ১৬ জুলাই রাতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। সবশেষে ২৪ঘন্টার মধ্যে আরও ৬জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গু মশায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রায় ১০৬ জন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, “২৪ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১হাজার ৪২৪ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪১ জন। ঢাকার বাইরে নতুন রোগী ৬৮৩ জন।”
সারা দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতাল গুলোতে বর্তমানে ৪হাজার ৯৫৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩হাজার ১৫৪ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১হাজার ৮০১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।এখন পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ১৫হাজার ৮১৭জন। যার মধ্যে ঢাকায় ১০হাজার ৬১৪ জন এবং ঢাকার বাইরে ৫হাজার ২০৩ জন।
রোগী ও স্বজনদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২০হাজার ৮৭৮ জন। ঢাকায় ১৩হাজার ৮৫০ জন। আর ঢাকার বাইরে ৭০২৮ জন।
গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়।
এইবার ডেঙ্গু জ্বরের প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করচ্ছে। রোগী ও স্বজনদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা। জুলাইয়ের তুলনায় আগস্ট এবং সেপ্টেম্বরে পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা বিশেষজ্ঞদের।
Leave a Reply