অনলাইন ডেস্কঃ
সোমবার (১৭ জুলাই) গ্রিসের রাজধানীর এথেন্সের কাছে ভয়াবহ দাবানল দেখা গিয়েছে।
সেখানে পৃথক ভাবে দু’টি দাবানল সৃষ্টি হয় এবং বাতাসের গতি জোরে হওয়ার কারণে এথেন্সের নিকটবর্তী উপকূলীয় শহরগুলোর মধ্যেও তা অনিয়ন্ত্রিত ভাবে ছড়িয়ে পরেছে।
ভয়াবহ দাবানলের কারণে বহু বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এরি সাথে দেশটির একটি গ্রীষ্মকালীন শিবির থেকে এক হাজারেরও বেশি শিশুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।

ছবি- সংগৃহীত
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, “গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রায় ২৭ কিলোমিটার (১৭ মাইল) দক্ষিণ পূর্বে কুভারাস গ্রামে আগুন লাগার ঘটনাটি, বেশ জোরালো বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে বলে গ্রীক ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন।”
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, “আগুন ছড়িয়ে পড়ার পর বিস্তৃত এলাকায় ১০০ জনেরও বেশি নাগরিককে সরিয়ে নিতে সাহায্য করেছে পুলিশ।”
কালিভিয়া এবং অ্যানাভিসোসের আশপাশের অঞ্চলে আগুন আস্তাবলে পৌঁছে যাওয়ায় কয়েক ডজন ঘোড়াকে ট্রাকে করে সরিয়ে নেওয়া হয় বলে জানায়, রয়টার্স।

ছবি- সংগৃহীত।
রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “ভয়াবহ এই আগুনে অন্তত পাঁচটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এই আগুন লাগোনিসির সমুদ্রতীরবর্তী আবাসিক এলাকায়ও ছড়িয়ে পড়েছে। এটি মূলত গ্রীষ্মকালীন রিসোর্ট হিসেবে পর্যটকদের কাছে জনপ্রিয়। ”
গ্রীক ফায়ার সার্ভিসের মুখপাত্র ইওনিস আর্টোপোইওস টেলিভিশন ব্রিফিংয়ে বলেন, “উচ্চ বাতাসের কারণে, আগুন দুই ঘণ্টার মধ্যে ১২ কিলোমিটার এলাকার নাগালের ভেতর ছড়িয়ে পড়ে।অগ্নিসংযোগকারী সন্দেহে একজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।”
বার্তাসংস্থান রয়টার্স বলছে, “২০ জন সৈন্য, ৬৮টি ফায়ার ইঞ্জিন, ৬টি হেলিকপ্টার ও ১০টি বিমানের সাহায্যে ২০০ জনেরও বেশি দমকলকর্মী আগুন নেভাতে লড়াই করছেন। এছাড়া প্রয়োজনে নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য কোস্টগার্ডের নৌকা ও জাহাজ প্রস্তুত রাখা হয়েছে।”
তৃতীয় একটি অগ্নিকাণ্ড সোমবার বিকেলে শুরু হয় এবং এথেন্সের প্রায় ৩০ কিলোমিটার (১৮ মাইল) উত্তরে ডারভেনোচোরিয়া এলাকায় বন পুড়িয়ে দেয়, বলে জানায় রয়টার্স।
দাবানল ছড়িয়ে পড়া এলাকাগুলোতে ৭০কিলোমিটার বেগে বাতাস দিচ্ছে। এবং এই এলাকাগুলোতে কিছুদিন ধরে তাপপ্রবাহ চলছিল।
সূত্র- রয়টার্স।
Leave a Reply