1. mdkaif01133@gmail.com : md :
  2. ripon5877@gmail.com : Jahidur Rahman Ripon : Jahidur Rahman Ripon
  3. samihayder918@gmail.com : Sami Hayder : Sami Hayder
  4. ishtiakzindani@gmail.com : Ishtiak Zindani Rishat : Ishtiak Zindani Rishat
  5. shishirrhs0@gmail.com : Rabbi Shishir : Rabbi Shishir

“শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা” করবে আওয়ামী লীগ ও বিএনপি।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই 18, 2023

অনলাইন ডেস্কঃ

বুধবার (১৯ জুলাই) রাজধানী ঢাকায় ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করবে আওয়ামী লীগ এবং অন্যদিকে বিএনপিসহ সমমনা দল ও জোট একিদিনে ঢাকায় পদযাত্রা করবে।

আওয়ামী লীগের শোভাযাত্রা শুরু হবে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত। বুধবার বেলা তিনটায় শোভাযাত্রা শুরুর আগে সমাবেশ শুরু হবে।

শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা পূর্বে সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। এই কর্মসূচির আয়োজকে রয়েছে  ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ মঙ্গলবার (১৮জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রাঙ্গণ থেকে ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে।

অপরদিকে, রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি। আগামীকাল সকাল সাড়ে ১০টায় আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে পদযাত্রা শুরুর আগে সমাবেশ করবে বিএনপি।

বিএনপির পদযাত্রায় আব্দুল্লাহপুরের পূর্বে সমাবেশে বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের নেতারা।

মঙ্গলবার (১৮জুলাই) বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এক দফা দাবিতে বিএনপি  রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় পদযাত্রা করেছে।

সমাবেশের পর পদযাত্রাটি আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে তাদের পদযাত্রা।

বুধবার (১৯ জুলাই) রাজধানীতে কর্মসূচি রয়েছে বিএনপির সমমনা দল ও জোটগুলোর।
এর মধ্যে গণতন্ত্র মঞ্চ কর্মসূচি পালন করবে জাতীয় প্রেসক্লাবের সামনে  বেলা ১১টায়।
কমলাপুর স্টেডিয়াম থেকে ১২দলীয় জোট বিকেল ৪ টায় পদযাত্রা করবে।

দুপুর ১২টায় কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে  জাতীয়তাবাদী সমমনা জোটের পদযাত্রা শুরু হবে।  বেলা ৩টায় গণফোরাম (মন্টু–সুব্রত–সাইয়িদ) ও পিপলস পার্টি মতিঝিল নটর ডেম কলেজ এলাকা থেকে পদযাত্রা করবে।

বেলা ৩টায় এলডিপির পদযাত্রা কারওয়ান বাজারের এফডিসি সংলগ্ন দলীয় অফিসের সামনে থেকে হবে। বেলা ১১টায় পুরানা পল্টনের লেবার পার্টির পদযাত্রা কস্তুরী গলি থেকে হবে।

বিকেল ৪টায় শাহবাগ থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র গণ অধিকার সংরক্ষণ পরিষদের পদযাত্রা হবে।
পুরানা পল্টন মোড় থেকে বেলা ১১টায় সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের কর্মসূচি পালন হবে।

সূত্র- প্রথম আলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো নিউজ