স্টাফ রিপোর্টার:
মঙ্গলবার (১৮জুলাই) সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের ৫টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের ৩১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
এই বিশিষ্ট আহ্বায়ক কমিটি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ এর সম্মতিতে ৫টি ইউনিয়ন কমিটি অনুমোদন করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন ও সদস্য সচিব তপু আহমদ খান।
ঘোষিত ৫টি ইউনিয়ন কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা যারা হলেন, “১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুনেদ আহমদ, সদস্য সচিব ফয়সল আহমদ বাবলা, ২নং মাইজগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ মামুন আহমদ, সদস্য সচিব মোঃ কাওছার আহমদ, ৩নং ঘিলাছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল হামিদ চৌধুরী সালাম, সদস্য সচিব নুরুল ইসলাম রিপন।
এবং ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ, সদস্য সচিব মোঃ আতিকুর রহমান, ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহেদ আহমদ, সদস্য সচিব মোঃ সুমেল।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৫টি ইউনিয়ন কমিটি অনুমোদনের সময় যারা উপস্থিত ছিলেন,
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আলী মোঃ নুরুল হুদা দীপু, আহসান মাহবুব, সৈয়দ সরওয়ার রেজা, টিটন মল্লিক।
এবং আহ্বায়ক কমিটির সদস্য আয়াত আলী প্রিন্স, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব তপু আহমদ খান প্রমুখ।
প্রত্যেক ইউনিয়ন কমিটিতে ৯ জন যুগ্ম আহবায়ক এবং ২০ জন সদস্য করা হয়েছে।
এরি সাথে ইউনিয়ন কমিটি গুলোকে আগামী ১৫ দিনের মধ্যে সবকয়টি ওয়ার্ড কমিটি গঠনের কাজ সম্পন্ন করতে হবে।
Leave a Reply