অনলাইন ডেস্কঃ
মঙ্গলবার (১৮জুলাই) বিকেলে সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার সিএনজি চালক রুবেল মিয়াকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬০০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি।
উল্লেখ্য, তাহিরপুর- সুনামগঞ্জ সড়কে প্রশাসনের বেঁধে দেওয়া সিএনজি এর নির্ধারিত ভাড়া থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রুবেল মিয়াকে জরিমানা করা হয়।
দৈনিক সুনামগঞ্জের খবর থেকে জানা যায়, “গত শুক্রবার ইউএনও তাহিরপুর ভেরিফাই ফেসবুক আইডিতে তাহিরপুর-সুনামগঞ্জ যাতায়াত ভাড়া ১০০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।”
আরও জানা যায়, “এই সড়কে যাতায়াতকারী সিএনজি চালকরা যাত্রীদের সাথে বাকবিতন্ডা করে ১২০ টাকা আদায় করে যাচ্ছে। এমন ঘটনা অনেকেই ইউএনও তাহিরপুরকে মোবাইল ফোনে অবগত করে। ”
সহকারী কমিশনার (ভূমি) মো: আসাদুজ্জামান রনি বলেন, “তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এক সিএনজি চালককে ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।”
Leave a Reply