1. mdkaif01133@gmail.com : md :
  2. ripon5877@gmail.com : Jahidur Rahman Ripon : Jahidur Rahman Ripon
  3. samihayder918@gmail.com : Sami Hayder : Sami Hayder
  4. ishtiakzindani@gmail.com : Ishtiak Zindani Rishat : Ishtiak Zindani Rishat
  5. shishirrhs0@gmail.com : Rabbi Shishir : Rabbi Shishir

আত্মীয়তা নিয়ে ইসলামের মতামত।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই 25, 2023

অনলাইন ডেস্কঃ

রাসুলুল্লাহ (সা:) বলেছেন, “আল্লাহ সকল কিছুকে সৃষ্টি করলেন। এরপর যখন তিনি সৃষ্টির কাজ শেষ করলেন, তখন আত্মীয়তার সম্পর্ক উঠে বললো (আমার এই দাঁড়ানোটা) আপনার কাছে বিচ্ছিন্নতা থেকে আশ্রয়প্রার্থীর উঠে দাঁড়ানো।”

উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা বললেন, “হ্যাঁ, তুমি কি এতে সন্তুষ্ট নও যে, তোমার সঙ্গে যে সুসম্পর্ক রাখবে, আমিও তার সঙ্গে সুসম্পর্ক রাখবো। আর যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, আমিও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবো।”

হজরত আবু হুরায়রা (রা.)-এর বরাতে এই হাদিসের বর্ণনা আছে।

রক্তের সম্পর্ক বললো “অবশ্যই।”
আল্লাহ বললেন, “তাহলে তোমাকে এই মর্যাদা দেওয়া হলো।”

তারপর রাসুলুল্লাহ (সা:) বললেন, “তোমরা চাইলে (সুরা মুহাম্মদের ২২-২৩ আয়াত পড়ে নাও) ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে। ”

রাসুলুল্লাহ (সাঃ) আরও বলেন, “এরাই তারা, যাদের আল্লাহ অভিসম্পাত দেন বধির ও অন্ধ করে দেন।’

সুরা মুহাম্মদ, আয়াত: ২২-২৩; বুখারি, হাদিস: ৪,৮৩০।

সূত্র- প্রথম আলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো নিউজ