1. mdkaif01133@gmail.com : md :
  2. ripon5877@gmail.com : Jahidur Rahman Ripon : Jahidur Rahman Ripon
  3. samihayder918@gmail.com : Sami Hayder : Sami Hayder
  4. ishtiakzindani@gmail.com : Ishtiak Zindani Rishat : Ishtiak Zindani Rishat
  5. shishirrhs0@gmail.com : Rabbi Shishir : Rabbi Shishir

দোয়ারাবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই 26, 2023

অনলাইন ডেস্কঃ

মঙ্গলবার (২৫ জুলাই) দোয়ারাবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার সুরমা নদীতে পোনামাছ অবমুক্ত করে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফ মুর্শেদ মিশু’র সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার তুষার কান্তি বর্মনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোহালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ফখর উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, উপজেলা বিআরডিবি অফিসার শাহীনুর রহমান প্রমুখ।

তাহিরপুর
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে তাহিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় এ উপলক্ষে একটি র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালির পর উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।
এরপর উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: আসাদুজ্জামান রনি, নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা ইউসূফ আলী, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিএননআরএস তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ, ইউপি চেয়ারম্যান জুনাব আলী, সাংবাদিক শওকত হাসান প্রমুখ।

জামালগঞ্জ
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানে জামালগঞ্জে উপজেলা মৎস্য অধিদপ্তরের অর্থায়নে বিভিন্ন পুকুরে রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৫জুলাই) সকালে উপজেলা প্রশাসনের পুকুরে পোনা মাছ অবমুক্ত করার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রাণী তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: কামরুল হাসান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা আব্দুল জলিল মিলন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম রাব্বী জাহান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রামকুমার সাহা, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা শিবেন্দ্র পাল, উপজেলা সমবায় কর্মকর্তা লিপি রানী দাস, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মকিত চৌধুরী, ফেনারবাক ইউপি চেয়ারম্যান, কাজল চন্দ্র তালুকদার, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি শফিকুল ইসলাম ভুইয়া, জামালগঞ্জে প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়াস্থ, আব্দুল আহাদ, বর্তমান সভাপতি মো: হাবিবুর রহমান।

শান্তিগঞ্জ
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামানে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জেও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ অবমুক্ত, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি র‌্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির আঞ্চলিক সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জুবায়ের আহমেদ, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক সহ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৩ জন মৎস্যচাষী ফকর উদ্দিন,জাকারিয়া আহমদ ও ফিরোজা বেগমকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

বিশ্বম্ভরপুর
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বম্ভরপুর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে র‌্যাীল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা কৌশিক সরকার। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। পরে অতিথিবৃন্দরা উপজেলা পরিষদের সামনে খরচার হাওরের জলাশয়ে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক, ভাইস চেয়ারম্যান মো. তাজ্জব আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রিনা, থানার ওসি মো. সাইফুল আলম প্রমুখ।

সূত্র- দৈনিক সুনামগঞ্জের খবর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো নিউজ