অনলাইন ডেস্কঃ
গতকাল বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯ টায় নবাগত জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি দেবী চন্দকে বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ জেলার শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
নবাগত জেলা প্রশাসক দেবী চন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান স্কাউটস নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসক স্কাউটদের নিয়ে কাজ করার আগ্রহ ও জাতীয় দুর্যোগের সময় স্কাউটদের সহযোগিতা ও স্বেচ্ছাসেবার প্রশংসা করেন তিনি।
এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনারবৃন্দ, বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ জেলা কমিশনার কাজী কামাল উদ্দিন, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সহ-সভাপতি ও লিডার ট্রেইনার বদরুন নাহার, বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান কবির, বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু তাহের, লাখাই শাখার সাধারণ সম্পাদক হেমেন্দ্র চন্দ্র দাশ, হবিগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, জেলা স্কাউটস এর সহ-কমিশনার শিউলি রনী দাস, মহিলা স্কাউট লিডার লুৎফুন নাহার তালুকদার, মাহবুবা নাসরীন খান ও মিজবাহ আক্তার শুভ্রা প্রমূখ।
সূত্র- দৈনিক হবিগঞ্জ সমাচার।
Leave a Reply