বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়ছে।
আজ সোমবার (২৮ জুলাই) নবগঠিত কমিটির আহ্বায়ক শামিম আহমদ চৌধুরী ও সদস্য সচিব শাহজাহান মিয়া এর নেতৃত্বে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বিএনপির রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় একটি যুগান্তকারী পদক্ষেপ।
আহ্বায়ক শামিম আহমদ চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্ব ও দায়িত্বের এক বড় প্রতীক। আমি কৃতজ্ঞ আমাদের মহান দলীয় নেতৃত্ব ও উপজেলা কৃষক দলের প্রতি, যারা আমাকে এই মহান দায়িত্বে নির্বাচিত করেছেন।
তিনি আরও বলেন নবগঠিত কমিটির মাধ্যমে আমরা তৃণমূল কৃষকদের সংগঠিত করে রাষ্ট্র মেরামতের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।
সদস্য সচিব শাহজাহান মিয়া বলেন, আজকের আনন্দ মিছিল ও শোভাযাত্রা ছিল আমাদের ঐক্য ও প্রতিজ্ঞার প্রতিফলন। রাষ্ট্র মেরামতের ৩১ দফা মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তৃণমূলেই হবে গণতন্ত্র পুনরুদ্ধারের ভিত্তি।
Leave a Reply