1. mdkaif01133@gmail.com : md :
  2. ripon5877@gmail.com : Jahidur Rahman Ripon : Jahidur Rahman Ripon
  3. samihayder918@gmail.com : Sami Hayder : Sami Hayder
  4. ishtiakzindani@gmail.com : Ishtiak Zindani Rishat : Ishtiak Zindani Rishat
  5. shishirrhs0@gmail.com : Rabbi Shishir : Rabbi Shishir

ফেঞ্চুগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকরের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ডিসেম্বর 13, 2025

যুক্তরাজ্যপ্রবাসী মানবিক ও প্রযুক্তি উদ্যোক্তা মইনুল বাকর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

শনিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মইনুল বাকর বলেন, তার জন্ম সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামে। বর্তমানে তিনি যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের ডকল্যান্ডস এলাকায় বসবাস করছেন। তিনি ‘Maconomix’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। প্রায় দুই দশক ধরে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করার পাশাপাশি লন্ডন ও মিশরের কায়রোতে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া তিনি বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবেও কাজ করেছেন।

তিনি আরও জানান, গত ১২ বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে অসহায়, ছিন্নমূল ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে আসছেন। ‘বাংলাদেশ বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন’-এর সিনিয়র উপদেষ্টা হিসেবে মানবিক সেবা, চিকিৎসা ও সামাজিক কার্যক্রমে সহায়তা প্রদান করে আসছেন।

তরুণ সমাজকে কেন্দ্র করে তিনি বলেন, দেশের প্রকৃত শক্তি হলো তরুণরা। নির্বাচিত হলে সিলেট-৩ আসনে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ এবং স্টার্টআপ সাপোর্ট ফান্ডের মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হবে।

গ্রামীণ স্বাস্থ্যসেবার উন্নয়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মা ও নবজাতকের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে ফ্রি মাতৃত্বসেবা ইউনিট ও গ্রামীণ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “আমার কোনো দল নেই, নেই ক্ষমতার জোর। আছে শুধু মানুষের প্রতি ভালোবাসা ও সততা। নির্বাচিত হই বা না হই, এলাকার মানুষের 

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এময় উপস্থিত ছিলেন, ইউকে প্রবাসী কমিউনিটি নেতা ইয়াওর আহমদ, প্রাক্তন ইউপি সদস্য মোঃ আব্দুল লতিফ, বালাগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ মোঃ হেলাল, মোঃ এমরান আহমদ, জাবির আহমদ, রাকিবুল হোসেন, লতিফুর রহমান উজ্জ্বল, হানিফ ও আজিজ উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো নিউজ